Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব নীতি অনুসারে ১৮-৩৫ বৎসর বয়স্ক সকল শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কে, যুব উন্নয়ন অধিদপ্তর,বাগেরহাট সদর হতে নিমেণ বর্ণিত সেবা সমূহ প্রদান করা হয়।

(ক) প্রশিক্ষণ কার্যক্রম সমূহঃ

 

ক্রমিক নং

ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

কোর্স ফি (টাকা)

নূন্যতম শিক্ষাগত  যোগ্যতা

প্রশিক্ষণের প্রকার

প্রশিক্ষনার্থী ভর্তির প্রক্রিয়া

০১

গবাদী পশু, হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স

০২ মাস ১৫ দিন

২০০/- ফি কোর্স ফি-১০০/- ও জামানত- ১০০/-ফেরতযোগ্য )

 

৮ম

আবাসিক

প্রশিক্ষণের আবেদনপত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে নির্বাচন করে বাগেরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্র, বাগেরহাট সদর প্রেরণ করা হয়।

০২

কম্পিউটার বেসির্ক কোর্স

০৬ মাস

জানু- জুন,

জুলা- ডিসে

১০০০/-

এইচ,এস,সি

অনাবাসিক

উপ-পরিচালকের কার্যালয়, গোপালগঞ্জ হতে ভর্তির আবেদন আহবান করা হয় এবং উপ-পরিচালক এর কার্যালয়ে প্রশিক্ষণ হয়ে থাকেবাগেরহাট সদর উপজেলা হতে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষনার্থী প্রেরণ করা হয়।

০৩

পোষাক তৈরী প্রশিক্ষণ

০৬ মাস এবং ০৩ মাস

৫০/-

৮ম

অনাবাসিক

উপ-পরিচালকের কার্যালয়, গোপালগঞ্জ হতে ভর্তির আবেদন আহবান করা হয় এবং উপ-পরিচালক এর কার্যালয়ে প্রশিক্ষণ হয়ে থাকে। বাগেরহাট সদর উপজেলা হতে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণনার্থী প্রেরণ করা হয়।

০৪

ইলেকট্রনিক্স

০৬ মাস

৩০০/-

৮ম

অনাবাসিক

উপ-পরিচালকের কার্যালয়, গোপালগঞ্জ হতে ভর্তির আবেদন আহবান করা হয়।বাগেরহাট সদর উপজেলা হতে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণনার্থীদেরকে বাগেরহাট  যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করা হয়।

০৫

ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং

০৬ মাস

৩০০/-

৮ম

অনাবাসিক

উপ-পরিচালকের কার্যালয়, গোপালগঞ্জ হতে ভর্তির আবেদন আহবান করা হয়। বাগেরহাট সদর উপজেলা হতে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণনার্থীদেরকে বাগেরহাট  যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করা হয়।

০৬

রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

০৬ মাস

৩০০/-

এস,এস,সি

অনাবাসিক

উপ-পরিচালকের কার্যালয়, গোপালগঞ্জ হতে ভর্তির আবেদন আহবান করা হয়। বাগেরহাট সদর উপজেলা হতে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণনার্থীদেরকে বাগেরহাট যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করা হয়।

০৭

মৎস্য চাষ

০১ মাস

৫০/-

৮ম

অনাবাসিক

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্ধারিত সময়ে প্রশিক্ষণ জন্য আবেদন আহবান করে থাকেন। উপজেলাস্থ সুবিধাজনক স্থানে প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়।

০৮

অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

 

 

পারিবারিক হাঁস-মুরগী পালন, গরম্ন মোটাতাজাকরণ, নার্সারী, মৎস্য চাষ, সেলাই প্রশিক্ষণ ।

০৭/১৪/২১ দিন

নাই

৫ম/৮ম

অনাবাসিক

কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় প্রধান কার্যালয় বছরের বিভিন্ন মাসে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের সিডিউল প্রস্ত্তত করে থাকে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় হতে প্রশিক্ষণ সিডিউল অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা কার্যালয়ে কর্মরত ক্রেডিট সুপারভাইজারগণ ট্রেডের চাহিদা ভিত্তিক প্রশিক্ষনার্থী নির্বাচন করার লক্ষ স্থানীয় ভাবে প্রশিক্ষণার্থী ভর্তি ও আবেদন আহবান করে থাকে। আগ্রহী প্রশিক্ষনার্থীরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

 

 

 

০৯। যুব ঋণ

ঋণের ধরন

আবেদনপত্রের মূল্য

ঋণের পরিমান

দফা

 

ঋণ পরিশোধের মেয়াদ

ঋণ পরিশোধের প্রক্রিয়া

প্রতিষ্ঠানিক ঋণ

১০/-

৪০,০০০-৭৫,০০০/-

১ম/২য়/৩য়

০২ বৎসর

প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবরা প্রশিক্ষণ সংশিস্নষ্ট প্রকল্প স্থাপনের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবরে ঋণের জন্য আবেদন করেন। আবেদনপত্রের সাথে মূল প্রশিক্ষণ সনদপত্র, স্থাপিত প্রকল্পের জমির মূল দলিল, চুক্তিপত্রের জন্য ৩০০/- মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প, আবেদনকারী এবং জামিনদারের ছবি, নাগরিক সনদপত্র জমা দিতে হবে। জেলা যুব ঋণ অনুমোদন কমিটি ঋণের অনুমোদন দিবে। অনুমোদিত ঋণ ১০% সার্ভিস চার্জ সহ ২৪ টি মাসিক কিসিত্মতে পরিশোধ যোগ্য।

অ-প্রাতিষ্ঠানিক ঋণ

১০/-

২০,০০০-৪০,০০০/-

১ম/২য়/৩য়

০২ বৎসর

অ-প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবরা প্রশিক্ষণ সংশিস্নষ্ট প্রকল্প স্থাপনের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবরে ঋণের জন্য আবেদন করেন। আবেদনপত্রের সাথে মূল প্রশিক্ষণ সনদপত্র, স্থাপিত প্রকল্পের জমির মূল দলিল, চুক্তিপত্রের জন্য ৩০০/- মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প, আবেদনকারী এবং জামিনদারের ছবি, নাগরিক সনদপত্র জমা দিতে হবে। উপজেলা যুব ঋণ অনুমোদন কমিটি ঋণের অনুমোদন দিবে। অনুমোদিত ঋণ ১০% সার্ভিস চার্জ সহ ২৪ টি মাসিক কিসিত্মতে পরিশোধ যোগ্য।

পরিবার ভিত্তিক ঋণ

নাই

৮,০০০-১৬,০০০/-

১ম-৫ম

০১ বৎসর

কেন্দ্র ও গ্রম্নপ গঠনের মাধ্যমে দারিদ্র সীমার নিচে বসবাসকারী ১৮-৩৫ বৎসর বা তদুর্দ্ধ প্রত্যেক সদস্য/সদস্যাকে ১ম দফায় ৮,০০০/-, ২য় দফায় ১০,০০০/-, ৩য় দফায় ১২,০০০/-, ৪র্থ দফায় ১৪,০০০ এবং ৫ম দফায় ১৬,০০০/- টাকা পর্যমত্ম ক্ষদ্র ঋণ প্রদান করা হয়। ঋণ প্রাপ্তির জন্য প্রত্যেক সদস্য/সদস্যাকে তাদের ২কপি ছবি, নাগরিক সনদ, প্রতি গ্রম্নপের জন্য একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ১০/- মূল্যের রেভিনিউ স্ট্যাম্প প্রদান করতে হয়।